এসেছে বর্ষা; ঘোরবর্ষা। এমন বাদল দিনে বর্ষার কবিতা না হলে বর্ষা উদযাপন হবে কী করে? বর্ষা সংখ্যা করতে চেয়েছিলাম; বিন্দুর মেজাজ অক্ষুন্ন রেখেই তা করা গেল বোধহয়। বাদল দিনের ভাব, বর্ষা স্বভাব; বর্ষাতি বগলে রাখবেন, সাথে তার হাত, যে উষ্ণতা দেয়...
২৩ জন কবির কবিতা নিয়ে আমরা প্রকাশ করলাম ‘বর্ষার কবিতা’ সংখ্যা। প্রিয় পাঠক- পড়ুন, মন্তব্য করুন।
পূর্বের ন্যায়, বানানরীতি লেখকের নিজস্ব; আর লেখার বিন্যাস প্রথাগত কোনও নিয়ম বা সূত্র বা বড় বা ছোট লেখক, কাঁচা বা পাকা লেখা এইসব অশ্লীল বিবেচনায় বিন্যস্ত নয়। সূচি দেখে লেখকের নামে ক্লিক করে লেখা পড়ুন।
[ অনলাইন সংখ্যা ৪ ]
পা ঠ সূ চি
মন্তব্য