‘নো দাইসেলফ’ ও অন্যান্য কবিতা
মারুফুল আলম
নো দাইসেলফতোমার তুমিকে তুমি
অনন্তর চিনে
সত্তায় মিশে যাও
গভীর গহীনে।
পর সমাচার এই...
অবশেষে জানা গেল যে,
সুপ্রাচীন পতিত ঈশ্বর
অহর্নিশি বাস করে
পরিত্যক্ত পৃথিবীর
হাজামজা-অনন্ত অন্তরে!
খাক হয়ে উড়ি
হেরিনু তাহার রূপ কী যে ছিল মনে
যৈবতী ময়ূরী নাচে স্নিগ্ধ বরিষণে
কত কী যে কহে কথা গুপ্ত অভিসারে
গুরুকণ্যা ছিন্নমতি চক্ষুবাণ মারে
জ্বলে উঠে নিভে যাওয়া খাক হয়ে উড়ি...
গৌতম বুদ্ধের প্রতি
হে বুদ্ধ-গৌতম,
কী ভীষণ বোকা তুমি!
কেন যে সংযত
বিহার জীবনে খোঁজো
আত্যন্তিক দুঃখের নিবৃত্তি?
মারুফুল আলম : কবি ও প্রাবন্ধিক
সম্পাদক- প্রতিশিল্প
বিন্দু কি মারুফুল আলমের নাম ছাপলো? নাকি আসলেই একগুচ্ছ কবিতা ছাপলো?!
উত্তরমুছুনআরে বন্ধু আরাফাত, তুই এখনো সাহিত্য নিয়ে মন্তব্য করতে শিখলিনা৷কবিতা ভাল লাগে নাই তো সরাসরি মন্তব্য কর সেটা৷ এমন ঘুরান্টি দেস ক্যা
মুছুন