বৃষ্টি ও তুমি
..............................বাদলদিনের অভিবাদনায় বুঝলাম… যে কদম সে-ই বর্ষা… আমি অনুরাগ...
বৃষ্টির ফোঁটায় তুমি আছ,
বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন তোমার চুম্বন!
ধুয়ে ধুয়ে মুছে নাও সকল বিষাদ… মেঘলা পাড়ায় থাকো,
বাঁচো,
ঝরো, ঝর ঝর ঝর, মাটির শরীরে, হও সবুজের গান…
বৃষ্টির ফোঁটায় তুমি আছ, বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন তোমার চুম্বন!
বাদল দিনের প্রথম কদমফুলে
ডাকছি তোমাকে,
তৃষিত আমেজে, ভেজাও চৈতালি দাবদাহ,
দেহমনোতাপ।
গগনে গরজো বর্ষা। নহে বর্শা।...
একদা একটা মন
নাটোরের পথে পথে... মনের অরণ্যে... ভিজেছিল... সজল বর্ষায়,
ডেকে নিয়ে
মানকচু পাতার ছাতার নীচে,
বলেছিল কানে কানে : বৃষ্টির প্রতিটি ফোঁটায় আছে এক উদাসী কবির উপ-স্থিতি!...
বর্ষা ও সম্পর্ক
ভূগোলের টান
ভুলে
পালানো জলের কনা
পালিয়ে বেড়ায়
অন্যকোন বন্ধনে! ...
উড়ালপরাণ
জল
উড়ুউড়ু মনে কারে যেন খোঁজে
শূন্যের বাগানে! ...
যখন
জলের ঘনত্ব বাড়ে
তখন
মাটির বন্ধনে নেমে আসে
সজল ধারায়
যাকে বলি
বর্ষা,
সম্পর্কের সূত্র! ...
যারই
হৃদয়ে আবর্তিত
আমি ও আপনি
ভিজি
রাগে অনুরাগে
নামি
জলজ কাদায়, ...
ফুলেরা পোশাক পরে না
আষাঢ়স্য বরষায়...
শাওয়ারের জলে ভেজা স্নানার্থি কদম!
প্রতিভার অলংকারে
বিকশিত চেতনায়, দিয়েছে নির্জনে,
একটি কোমল অটোগ্রাফ- ফুলেরা পোশাক পরে না!
...
নিরাভরণায়
জীবনমথিত প্রেমে ভিজলাম
সহজ সৌন্দর্য্যে
এক
বর্ষণমুখর সন্ধ্যায়...
মুগ্ধতার জলে ভেজা মনে...
সেই থেকে
নন্দনের কানে কানে বলি,
ফুলেরা পোশাক পরে না, সহজ লাবণ্যে ফোটে সৌন্দর্য্যের বনে...
অসামান্য আয়োজন
উত্তরমুছুনচমৎকার আয়োজনকে স্বাগতম
উত্তরমুছুনআষাঢ়স্য বরষায়...
উত্তরমুছুনশাওয়ারের জলে ভেজা স্নানার্থি কদম!
প্রতিভার অলংকারে
বিকশিত চেতনায়, দিয়েছে নির্জনে,
একটি কোমল অটোগ্রাফ- ফুলেরা পোশাক পরে না!
... এইটা ভাল লাগলো
বৃষ্টি ও তুমি শিরোনামের কবিতাটি ভালোলেগেছে, অন্য দু’টি কবিতাও ভালো।
উত্তরমুছুনবর্ষা ও সম্পর্ক ~ ভালো লাগলো
উত্তরমুছুন