২০০৬ এর মার্চে বাঙলাদেশের কুড়িগ্রাম জেলা থেকে প্রকাশিত হয় লিটলম্যাগ বিন্দু। তারপর একে একে এতগুলো বছর পেরিয়ে গেছে। এর মধ্যে বিন্দুর ২১ টি সংখ্যা প্রকাশিত হয়েছে। অর্ধশতাধিক ‘বিন্দুবুলেটিন’ প্রকাশিত হয়েছে। ২০১১ এ বিন্দুর উদ্যোগে প্রকাশনা ‘বাঙ্ময়’ প্রতিষ্ঠিত হয়েছে। ২০১৭ এর ২৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে BANGMOY নামে ইউটিউব চ্যানেল যাত্রা শুরু করেছে। সর্বশেষ ২০১৯ এর ২৬ মার্চ বিন্দুর অনলাইন যাত্রা শুরু হয়েছে।
গাণিতিকভাবে বিন্দুর বয়স ১২ পেরিয়ে এখন ১৩। প্রতিবছর যেহেতু আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবো না তাই ভেবেছিলাম, যুগপূর্তির আয়োজন হোক। আমাদের সাধ আর সাধ্য যেহেতু সমান তালে চলে না, তাই যুগপূর্তির আয়োজনে এই অনাকাঙ্ক্ষিত বিলম্ব।
এই আয়োজনে ‘লিটলম্যাগ হিসেবে বিন্দুর চরিত্র বিশ্লেষণ এবং কিছু ঘরের কথা’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করবেন কবি ও প্রাবন্ধিক মাহফুজুর রহমান লিংকন। সভায় সভাপতিত্ব করবেন বিন্দুর প্রকাশক রাশেদুন্নবী সবুজ। আর স্বাগত বক্তব্য দেবেন সম্পাদক সাম্য রাইয়ান।
আলোচনায় অংশ নেবেন বিন্দুর লেখক, পাঠক সহ আরো অনেকে। এরপর রয়েছে কবিতা পাঠ এবং মুক্ত আড্ডা। উপস্থিত যে কোনও আগ্রহী ব্যক্তি কথা বলতে পারবেন।
সকাল থেকেই চলবে লিটলম্যাগ প্রদর্শনী। যেখানে থাকবে বিন্দুর পুরোনো সংখ্যা। যা আমরা বিভিন্ন পাঠক ও সংগ্রাহকের থেকে সংগ্রহ করেছি।
শিল্পমনা সকল ব্যক্তিকে আমরা আহ্বান করছি আয়োজনে উপস্থিত থাকার জন্য।
- সময়: বিকেল ৩ টা
- তারিখ: ৯ই জুন ২০১৯ খ্রি.
- স্থান: কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরী, রিভার ভিউ মোড়, কুড়িগ্রাম।
ফেসবুকে ইভেন্ট খোলা হয়েছে। ইভেন্ট দেখুন।
আলোচক হিসেবে উপস্থিত থাকবার কথা রয়েছে:
রঘু অভিজিৎ রায় কবি ও গদ্যকার
রাজা সহিদুল আসলাম সম্পাদক- চালচিত্র
জুলকারনাইন স্বপন গল্পকার ও সম্পাদক- শব্দপরিব্রাজক
আহমেদ মওদুদ কবি ও গদ্যকার
সোয়েব মাহমুদ কবি
মেহেরাব ইফতি কবি ও অনুবাদক
শামীম সৈকত কবি
(ক্রমান্বয়ে আরও নাম যুক্ত হতে থাকবে...)
প্রচারণার অংশ হিসেবে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ব্যানার লাগানো হয়েছিলো ২ জুন রাতে। ৪ তারিখ সকালে ব্যানারটি আর খুঁজে পাওয়া যায়নি। |
মন্তব্য