এই দেশে বৃষ্টি হয়
‘এই দেশে বৃষ্টি হয়’ সংক্রান্ত কবিতায় রাইসু যে ঘাস লিখেছেন সেই ঘাস আমরা জাবর কাটলাম, রংপুরে বসে। ঘাস চিবাতে চিবাতে মনের ভেতর তাথৈ তাথৈ নাচন শুরু হলো।
কবিতা পাঠের সময় নাচানাচি অপ্রাসঙ্গিক। তবুও আমাদের মন নাচছে।
নাচানাচিকে ইগনোর করা কঠিন ।
তাই, কঠিন কাজকে চুলোয় না দিয়ে সহজ ভাবে আমরা গাইছি বৃষ্টির গান। এই বৃষ্টি ধর্মনারায়ণের প্রেমিকা বৃষ্টি দাশ নন। এই বৃষ্টি এলে " আমাদের ভেতর কোন আড়াল থাকে না"।
এসব বৃষ্টিতে আমাদের দুর্দশা হয়, হরিত্ব সাধনের সাধ জাগে।
এতো এতো সাধ আমাদের। আমরা নিম্নবিত্ত মানুষ।
তবু, (জীবনানন্দ কিংবা রাইসুর তবু নয়) বৃষ্টি হয় এইদেশে ভাবলে ঘটে যাওয়া সমস্ত বৃষ্টি আমাদের ভাবনায় ফেলে-
নতুনত্ব পেলাম লেখায়
উত্তরমুছুন