স্বপ্নদোষ
যখন তাকালে গোপনে স্কিপ করলাম তোমার চোখ। অহংকারী ভুরুর টানে ইচ্ছে হলাে রাখি র্দুদান্ত চুমু। ব্যস্ততাকে ঘাঁটতে চাইনি বলে সরে আসি অজুহাতে।
ঝাল-মিষ্টি কবিতার কোরমা খাওয়াবে বলে এক বন্ধু ডাইনিঙে অপেক্ষায়... চাখি তার অন্য নিষাদ। চাখতে চাখতে বিশ্রী রকম বৃষ্টি পায়। তখন সুখ টানতে ইচ্ছে হলো খুব...
আঙুলের ফাঁকে সিগারেট স্টাইলে কলম নিতেই চোখে ল্যাপটালো কালি। এত বছর পর বিনির্মাণ হচ্ছে প্রাক্তন প্রেমিকের স্বপ্নদোষ...
বৃষ্টি নামে পোকাদের ঝলমলে শরীরে
...তোকে অভিনন্দন জানানোর আয়োজনে বৃষ্টি নামে পোকাদের ঝলমলে শরীরে। পরাগায়নের উৎসবে আইরির বাগানে বসে শিমফুলের মেলা।
দ্যাখ, বাঁশঝাড়ের ন্যাড়ামাথায় ধোঁয়াশা কাটিয়ে আপ্লুত হয়ে থাকে পাখিরা। তবু মেঘের ভগ্নাংশ হয়ে থাকবি?
চায়ের কাপে অভিমানী মন
আকাশে হেলান দিয়ে মেঘ
কদম ফুটতে বাকী
র্বষা ষোলোকলা র্পূণ করে লিখবে দিনলিপি।
আর এইসব অভিমানী অপেক্ষা ভুল জেনেও
ঘুম না আসা অভ্যাস হয়ে যায়
কদমরেণুতে আসে গোপন চুমু
একদল নীল মেঘ ক্রমশ খয়েরী হয়ে যায়
ঘুরে ঘুরে উড়ে যায় চায়ের কাপে মন
খসড়া বিকালের পেন্সিল স্কেচ
বাদামী উত্তেজনায় কাটে বিকাল
ক্যাফেইন চুমুকে শুষে নেয় ব্যস্তদিন
সাবানের ফেনায় নিঃসঙ্গতা নেমে যায় ম্যানহলে
সোনালু ফুল কার অপেক্ষায়?
বৃষ্টির পর পাখির ডাক আরও সুস্পষ্ট হয়।
মুগ্ধকর কবিতা সকল
উত্তরমুছুন