উপস্থিতি |
গত ৯ জুন ২০১৯ তারিখে কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত হয়েছে বিন্দুর যুগপূর্তি উৎসব। বিকেল ৩টায় শুরু হয়ে আয়োজন চলে রাত ১০টা পর্যন্ত। বিন্দুর সম্পাদক সাম্য রাইয়ানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্যে তিনি বিন্দুর পথচলার ইতিহাস সংক্ষেপে বর্ণনা করেন। বিন্দুর প্রকাশনায় সকল সহযোগি এবং যুগপূর্তি আয়োজনে যাঁরা নানাভাবে সহযোগিতা করেছেন, উপস্থিত হয়েছেন, দূর থেকে শুভকামনা জানিয়েছেন, সকলকে ধন্যবাদ জানান।
এরপরে ‘লিটলম্যাগ হিসেবে বিন্দুর চরিত্র বিশ্লেষণ এবং কিছু ঘরের কথা’ শিরোনামে প্রবন্ধ পাঠ করেন কবি ও প্রাবন্ধিক মাহফুজুর রহমান লিংকন। প্রবন্ধ পাঠ শেষে এ বিষয়ে আলোচনা করেন কবি আহমেদ মওদুদ ও কবি শামীম সৈকত।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী- কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি নেজামুল হক বিলু, গল্পকার জুলকারনাইন স্বপন, নারায়নগঞ্জের সাংস্কৃতিক সংগঠক ও লেখক রঘু অভিজিৎ রায়, কুড়িগ্রামের স্থানীয় কবি জ্যোতি আহমদ ও সোলায়মান বাবুল, সাহিত্যপত্র ‘ছোটনদী’ এর সম্পাদক আবুহেনা মোস্তফা।
বিন্দুর কর্মকাণ্ড, কপিরাইট, বাঙলাদেশের লিটলম্যাগ প্রকাশনা, বিজ্ঞাপন, প্রতিষ্ঠান-বিরোধিতা এইসব বিষয়ে অভিযোগ উত্থাপন করেন কলাম লেখক নাহিদ হাসান নলেজ। তাঁর অভিযোগের ভিত্তিতে পুনরায় আলোচনার জন্য মঞ্চে আসেন সাম্য রাইয়ান। তিনি সমস্ত অভিযোগকে ভুল (ভিত্তিহীন) প্রমাণ করেন এবং নাহিদ হাসানকে মিথ্যাচার বন্ধ করে দায়িত্বশীল বক্তব্য প্রদানের অনুরোধ করেন।
আরও আলোচনা করেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক সুশান্ত বর্মন, লিটলম্যাগ ‘চালচিত্র’ এর সম্পাদক রাজা সহিদুল আসলাম, কবি সোয়েব মাহমুদ প্রমুখ।
কবিতা পাঠ করেন আহমেদ মওদুদ, সোয়েব মাহমুদ, জ্যোতি আহমদ, ইমতে আহসান শিলু, জয়নাল জ্যাকসন। এছাড়াও সাকলাইন স্বচ্ছ তার বাবা মাহফুজুর রহমান লিংকনের লেখা কবিতা পাঠ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সেলিনা মাহফুজ।
হলরুমের বাইরে লিটলম্যাগ প্রদর্শনীর তত্ত্বাবধানে ছিলেন কবি ওয়াসিফা জাফর অদ্রি।
মন্তব্য