বৃষ্টি পড়ে
.টিনের চালে টাপুর-টুপুর বৃষ্টির আওয়াজ;
বৃষ্টি পড়ে কলমি লতায়,
দীঘির জলে, কচুর পাতায়,
আকাশ ডাকে গুড়ুম গুড়ুম-এই তো রেওয়াজ!
বৃষ্টি পড়ে মাঠের কোণে, দূর্বা ঘাসে;
পানের পাতায়;
কেয়ার বনে;
বৃষ্টি জলে মোচার খোসার নৌকো ভাসে!
বৃষ্টি পড়ে হেমন্তের ওই ধানের ক্ষেতে;
পদ্ম পাতায়;
ঝরা কাশে;
শিমের লতা খায় যে বারি আঁচল পেতে!
বৃষ্টি পড়ে লাউয়ের ডগায় মরিচ বনে;
আখের পাতায়;
কুমড়ো লতায়;
বাধাকপির সবুজ শাখা গাইছে মনে!
বৃষ্টি পড়ে তাল বেগুনের মস্ত পাতায়;
শালগম আর মুলার ক্ষেতে;
ফুল কপির ছোট্ট চারায়;
বৃষ্টি পরে ক্ষেতের পাশের ব্যাঙের ছাতায়!
পাতার নিচে চুপটি মেরে শালিক ছানা,
বলছে যেনো-
বৃষ্টিরে তুই
আর কতকাল ঝরবি আমায় একটু জানা!
বৃষ্টি হেসে বলছে কানে- আর ক'টা দিন
আসছে যে শীত!
শীত এলেই-
আমি বাবা ছুটি নেব বেশ কিছুদিন!
মন্তব্য