মার্ক্স, যখন পুঁজি তার গোটাচ্ছে তহবিল,
ছড়াচ্ছে চিহ্ন, জড়াচ্ছে ভূগোল, হু হু দিগন্ত
ধেয়ে উড়ে চলেছে তার প্রযুক্তির তেলেসমাতি
তখন আপনার কণ্ঠস্বর আবারো গমগম করে।
পুঁজিঃ বারে বারে তারে-তারে লাগ ভেলকি লাগ অকাতরে
পুঁজিঃ কর্ক ফুঁসে-ওঠা কোকাকোলার বোতলে-বোতলে
পুঁজিঃ নিকারাগুয়া থেকে নাইজেরিয়ার কারখানায়-কারখানায়
পুঁজিঃ ফিক-করে হাসা ফিকশানে-ফিকশানে
পুঁজিঃ বেয়নেটে বিদ্ধ পোয়াতি নারীর পেটে
পুঁজিঃ টুপটাপ টুপটাপ টুপটাপ রক্ত অথবা খুনের লাল ফিনকি
পুঁজিঃ বাজারের ছন্দে-ছন্দে দুলে-ওঠা চাবুক-মারা হাত
পুঁজিঃ খুবলে খাওয়া ডলারের দাঁত-বসানো সাম্রাজ্যবাদ
পুঁজিঃ কবিতার ওপর পেশাব-করা আঙ্কেল স্যাম
পুঁজিঃ হা-করা ওয়ার্ল্ড ব্যাংক কিংবা দুনিয়া-চষা ভূমি-চোষা মালটিন্যাশনাল্।
মার্ক্স, এখনই অনিবার্য হয়ে আপনার কণ্ঠস্বর গমগম করে
বিপ্লবী শিল্পীদের ভায়োলিনে ভায়োলিনে জাগে আপনার তত্ত্বের জিকির
ফিলিপাইনের গেরিলার বন্দুকে-বন্দুকে বেরিয়ে আসে
আপনারই তরতাজা হরফ সবঃ 'বদলাও পৃথিবী, পৃথিবী বদলাও।'
বদলাও বদলাও বদলাও বদলাও বদলাও বদলাও বদলাও পৃথিবী।
বুলেট বলে, বদলাও পৃথিবী
প্রেম বলে, বদলাও পৃথিবী
ঘৃণা বলে, বদলাও পৃথিবী
নদী বলে, বদলাও পৃথিবী
মা বলে, বদলাও পৃথিবী।
বদলাও বদলাও বদলাও বদলাও বদলাও বদলাও বদলাও পৃথিবী।
তৃতীয় বিশ্বের প্রতিটি শ্রমিক আর কৃষকের
দেহে-দেহে, ঘামে-ঘামে, কলবে-কলবে, জবানে-জবানে
আপনি মার্ক্স বলকাতে থাকেন, কেবল বলকাতে থাকেন।
আর আপনার তত্ত্ব বুলেট আর বারুদ হয়ে
ঘৃণা আর প্রেম হয়ে, ভাঙন আর নির্মাণ হয়ে বেরুতে থাকে
অবিরাম--পুর্তোরিকো থেকে ফিলিপাইন, ব্রাজিল থেকে বাহামাস।
আপনি থাকেন মহান মার্ক্স এইখানে, মুহূর্তের উদ্ভাসনে, উদ্বোধনে।
মূলঃ রাউল ব্লাঙ্কো
তর্জমাঃ আজফার হোসেন
মন্তব্য