অশ্রু-আনন্দ যাত্রার এক যুগ!
২০০৬ এর মার্চ থেকে শুরু। এরপর কাজ করতে করতে এক যুগ। বয়সের বিচারে এ আর এমন কী! অথচ সময়ের বিবেচনায় নেহায়েৎ কম নয়। আত্মবিচারের উদ্দেশ্যে পেছনে তাকাতে ইচ্ছে হলেও শিল্পের অশ্রু-আনন্দ যাত্রায় খুব বেশি তা আর হয় কই! যুগপূর্তিতে সকলকে শুভেচ্ছা...
‘এমন মুখরতা, এমন নীরবতা
আগে তো দেখিনি!’
যুগপূর্তির এই বছরটি এরই মধ্যে আমাদের জন্য ভাল-মন্দ মিলিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এসময় একই সাথে ‘বাঙ্ময়’ থেকে প্রকাশিত হয়েছে আহমেদ মওদুদ, জিললুর রহমান, মিটন আলম ও মাহফুজুর রহমান লিংকনের কবিতাবই এবং আরণ্যক টিটোর কবিতা নিয়ে দ্বীপ দিদারের গবেষণাগ্রন্থ। বিন্দুর একাদশ বর্ষপূর্তি উপলক্ষে আমরা ছোট্ট আড্ডার আয়োজন করেছিলাম। সারাদিনরাত সেই আয়োজন ছিল প্রাণচাঞ্চল্যে ভরপুর। আমাদের ইউটিউব চ্যানেলও যাত্রা শুরু করল BANGMOY নামে। একদিকে বিন্দুর অনুষ্ঠানে উপস্থিতি বাড়ছে অকল্পনীয় হারে, পাঠক বাড়ছে আনুপাতিক হারে, অপর দিকে অমর একুশে গ্রন্থমেলায় বইয়ের উপর পুলিশী সেন্সরশীপ বাতিলের দাবি করায় বাংলা একাডেমি বিন্দুর স্টল ভেঙে দিয়ে সাম্প্রদায়িক-স্বৈররাজত্বে নির্লজ্জ ভূমিকা পালন করে এদেশের শিল্পী-সাহিত্যিক ও সংস্কৃতিমনা মানুষকে লজ্জায় ফেলে দিচ্ছে।
চীয়ার্স অ্যাগেইন
বিন্দু যাতে প্রকাশিত হতে না পারে তার জন্য অনেকের একক ও যৌথ চেষ্টা আমাদের বরং উৎসাহ যোগাচ্ছে। যতদিন প্রয়োজন থাকবে, বিন্দু প্রকাশিত হবে। আর স্টল ভাঙার দিনগুলোতে যারা সাথে ছিলেন, ভালবাসা...। চীয়ার্স!
[ ইষৎ সংক্ষেপিত।
প্রকাশ: বিন্দু। জুলাই ২০১৮। সংখ্যা ২১। বর্ষ ১২ ]
..........................................................
আরও:
স্টল ভেঙে দেয়ার ব্যাপারে জানতাম না৷ একাডেমির প্রতি ধিক্কার৷ একটি ছোটকাগজকেও এত ভয়???
উত্তরমুছুনবিন্দু এগিয়ে যান৷ আপনাদের সাথে আছি৷