বড় ভাল ছিল সেই প্রেমিকাসকল
খুব ভোরে স্নান করে নিতো - হেসে খেলে
ওরা ধোয়াজামা গায়ে খোলা ময়দানে যেত।
কা’ল মার্ক্স কি জানে?
শীত এসে গেছে পহেলা আশ্বিনে। কাজহীন
আমি বেকার ফড়িং ফের
বসে বসে শুধু উড়িয়েছি ধোঁয়া
পুরোনো বন্ধুদের।
বৃষ্টি ছড়িয়ে পড়ছে বাগানে, বিদায়, দেখা হবে
তবুও তোমায় ভালবাসি মেঘ,
রংধনু হয়ে রবে।
কারও মুখে ফুটো বাক্য দেখি না আজ।
মিছে কথাগুলো ভালোও লাগছে না।
: কেন বাজার ভরা তরতাজা মাছ?
: সে তো লাফিয়ে উঠছে চকচকে থলি দেখে।
বিরল হাওয়া বুঝি বইছে এই দেশে!
মার্ক্স যদি জানতেন
অন্ধকারেও কত কাণ্ড ঘটছে রোজ।
মন্তব্য