স্যাটার্ন
আমরা ভাবছি তাকে ঘড়ির নির্মাতা
রাত ছেঁকে সময় তুলে আনে, আনে বিশ্বাসের কাঁটা।
যেখানে ভোর নাই, মেঘ নাই
সারিসারি পাহাড়ের গায়ে বিস্মৃতির ভঙ্গিমায়
অন্ধকার জমে থাকে,
সেই ছায়ার প্রদেশে অনিদ্রার ঘোরে
আমাদের বসবাস।
সেখানে অট্টহাসিময় ভবিতব্যের দেয়াল।
তিনি- প্রাসঙ্গিক সাত আকাশেই আরো রাঙতা জড়ান!
বেভুল পাহাড়ি হাওয়ায় শায়িত
লোলুপ উদাসীনতায় ভাবি-
ছিল কি সেই দিন, অটল হিমের পাহাড়ি
জঙ্গলে শিকারের বেশে সিক্ত পড়ে থাকা,
সন্ধ্যার পানীয়তে মৃত কাঠের সুবাস!
এখন স্বর্গ মানে বিভ্রান্তি আর জীবন-
ঘোলাটে স্মৃতির মকবরা,
চলো ভুলে যাই ছিল যত সূর্য আর ঘড়ির রূপকথা।
একরঙা
একরঙা দুপুরে মেঘের টেক্সচার দেখে সিদ্ধান্ত নিলাম-
আরো রোমান্টিক হওয়া লাগতো আমাদের।
পিঁপড়ার উন্মাদনা জানাচ্ছে ঝড়ের পূর্বাভাষ-
এসো বসে লিখি কবিতা।
কৈশোর ছাদে কবর দিলে
তার উপরে ফুল ফুটেছে মেহেদিগাছে
বেপাড়ার জাঁহাবাজ কবুতর দিক ভুলে রোদ পোহায়
ভেজা বারান্দায়- তার পায়ে চিঠি বেঁধে দিলাম।
কোমল তোমার ঘরে বিরহ বিকল করে
আহত সে নামবে, উষ্ণতর মন নিয়ে
ঝড়ের ঠুমরিতে আমাকে গালি দাও
শুধু খড়খড়ি তুলে রাখো মিথিক্যাল জানালায়।
ঋতু বিষয়ক রচনা
আমাদের মধ্যে ছিল উচ্চতর রসায়ন
হাই ভোল্টের বিদ্যুৎ
শীতের ঘনতম কুয়াশায় নৌকার ছাদ
- এহেন সংযোগ তবু ব্যর্থ করে দিয়ে
ছাদের হাসনাহেনা গাছে আত্মহত্যা করে
নৈকট্যের পাখি;
লগ্নতার খোঁপা থেকে উড়ে
দূরে বসত সে, বসন্ত বসন্ত ডাকে
আমাকে করত রোমান্টিক, তার কবরে ঝরছে তুষার।
শীত চলে গেলে পরে
এই বাতায়ন শুন্য থাকে, শুন্যতর মন।
বিরহে ভিজে এই স্পর্শ-বিনিময়
অহেতু টানবো না আর। আমাকেও তো কাটবে
ভাবুক গ্রীষ্ম তার নৈঃশব্দ্য দিয়ে।
বাসি প্রেম
১.
'বিরহের ডাকনাম' জাতীয় ফালতু শব্দ ব্যবহারে এই রাতকে ব্যাখ্যা করি চলো। যখন শীত চলে যায় প্রস্তরযুগে, কম্বলের অস্পৃশ্য সব ভাঁজে দিনলিপির পৃষ্ঠা কালো হয়- খুবই রোমান্টিক কথা, তবু আউড়াই, এভাবে যদি সহনীয় হয় সব চালবাজ সকাল! উঁচু খিলানে, পৃথিবীর পথে- আমিও উড়ালাম তো নিছক লোকদেখানো ধ্বজা, তার দুর্বৃত্ত অন্ধকার যদি চোখ বেয়ে পড়ে, তাতে দৈনিক হত্যার রঙ গোলাপি হবে কি কখনো, আত্মার চিরতা-স্বাদ কাটবে? মুখশ্রী ভাসবে গজলে, ভারত সাগরে অস্ত যাবে জীর্ণ রূপায় ভেজা সূর্য- আমরা আটকে যাবো আবারও পাতানো বহিরঙ্গে, শুধুই নৈঃশব্দ্য ছিঁড়ে ছিঁড়ে।
২.
ভোর- কিশোরী ডাবের শাঁসের মত
বারান্দা থেকে নিদ্রালু, সাদা পায়ের পাতায়
আদুরে, স্পর্শলীন যোগাযোগ।
ভোর- কিশোরী তোমার রাত্রিজাগা চোখে
ছিল প্রাত্যহিক চাঁদের ক্ষত।
Oshadharon bhau
উত্তরমুছুন<3
উত্তরমুছুনঅসাধারণ।
উত্তরমুছুন