লিখেছেন: সুমিত রনি
হিমুদের সাথে যেনো এ রাষ্ট্রের চিতাও জ্বলছে৷ ক্লোরোফর্ম ঘুমে আক্রান্ত রাষ্ট্রে নিজেকে দু'পয়সার নাগরিক ভাবতে পারছিনা আর,মাটির সাথে রাষ্ট্রের বিশ্বাসঘাতকা'র স্থিরচিত্র প্রদর্শনীতে বাতাসে লাশের গন্ধ৷হিমুরা ঘুমায়৷
হিমুরা জিপার খুলে মুতে দেয় ফ্যাসিবাদের মুখে তা'ও ঘুম ভাঙ্গে না,অবলা মা মাটি আরও অবলা হয়ে যাচ্ছে,
থেকেও যেনো চোখদুটি নাই,কানগুলো কেমন যেনো বধির হয়ে যাচ্ছে৷
রাষ্ট্রযন্ত্রী প্রশাসন আমার টাকায় কন্ডোম কিনে স্ত্রী সুখ নেয়,আমার টাকায় অন্তর্বাস কিনে সম্ভ্রম ঢেকে রাখে, অথচ কি নির্লজ্জ চেতনা পুষে রাখে শুয়োরের বাচ্চারা৷
গণতন্ত্র বৃদ্ধ পতিতার স্তনে ঝুলে আছে,বেশ্যার দালাল সব,হীরক রাজার রাজ্যে অরাজকতার মহামারি বয়ে যাচ্ছে,কোথাও টু শব্দটি নেই,যেনো সবাই পরিব্রাজক৷
.....................................................
সংযুক্তি: সংবাদ লিংক ১, সংবাদ লিংক ২
দিক বিদিক ঘটনায় জড়ায়ে আছে মা আর মাটি। কিন্তু উতরে যাওয়ার চেষ্টা নাই, প্রতিবাদ নাই। রাষ্ট্রের তো নিজস্ব মগজ থাকে না। রাষ্ট্রের মগজ হইলো সেই রাষ্ট্রের নাগরিক। কিন্তু নাগরিক যখন নগরের অন্য কথায় জীবনের থেকে মুখ ফিরায়ে থাকে, ইন্টেলিজেন্সের থেকে মুখ ফিরায়ে থাকে তখন এরকম জ্বলন্ত প্রতিবাদও মৃদু হয়া যায়। মিডিয়া তারে কাভার করে দুইটা পয়সা খায়। এই আরকি... "মাগো আমরা না জাগিলে কেমনে সকাল হবে?"
উত্তরমুছুনমর্মান্তিক৷ রাষ্ট্র তার মানসিক চিকিৎসায় কিছুই করেনি৷ বাংলাদেশ--------
উত্তরমুছুন