প্রকাশভঙ্গি বদলে এসো
প্রকাশভঙ্গি বদলে এসো তুমি জলদি~ দাউ দাউ করে জ্বলা এ দহনে, কারেন্ট হয়ে যাওয়া এ জগতে, এ রূপালী জোছোনায়; কাদের ঘাম ঝড়ে যায়, কারা হাসি খুশি রয়~ কারা নৃত্য দিয়ে যায়, ঐ দ্যাখো দ্যাখো দ্যাখো গো। তবু আমি যাদের গ্রীবায় উটের ঝলক দেখি- তারা ক্ষমা পাবে তবু এ ঘুমিয়ে যাওয়ায়, এ গান শোনায়, যা দিকে দিকে বাজে, যারা ভালো বাঁশি বাজায়। দুজনে তবু যে খুব কাঁদি~ কে কবে হাতছানি দ্যায়? তর্ক করার লোক পাচ্ছিনা গো~ আমার লোনলি লাগছে। বলো এই ফুলের বাহারে যারা দোল খায় না~ এইসব ঝাইল ঝাইল লোক- কিছু কিছু বুড়া বুড়া লোক~ যাদের দাঁত নাই, যাদের ত্বক নাই, তাদের দিকে তুমি ছুটে দেবে অভিশাপ? না, তা তো না ! সত্য সত্য থেকে থাকলেই যেদিকেই যান মা-বাবা-বোন, খুলি তারার দেয়াল~ কলকল রবে যে আঙিনায় দোল খেয়েছি, দোল খেলেছি~ সেই তীব্র বাসনা থেকে বলি; ভালো থেকো ক্ষমা। শুধু ঐক্য রেখো, মেনোনা মনের দেয়াল~ যা কিছু ফুঁ দিয়ে জলে ফেলে দিবে; বলবে সুখের তালি~ এতো কাছে থেকে তো জবা ফোটে না ! আমাদের এই অবসন্নতায় সকল ভূত আমাদের ধরে ফ্যালে~ হাওয়ায় হাওয়ায় ভাসিয়ে চলে, মনের সুখে দোলা। গভীরে গিয়েছি যতো, টিং টিং টিং করে বেজে শুধু তলিয়েই গিয়েছি শুধু, এতো ভয় ভয় করে কেউ বাঁচে? ক্রন্দন কেবল বাড়ে~ জানি টাকার হিশেব মেলানো ভার, তবু তো পথ চলি, কুড়াই তুলার মালা, ফেলে দেই শুধু অশ্রু সকল~
মানবো না তোমাদের বাঁশি
অনেক অনেক পথ দূরে দূরে আছি
ওপাড় থেকে কেউ হাত বাড়ালে নাগাল তো পায় না
আজ থেকে আর তোমাদের শহরে থাকবো না
বাজাবো না যুদ্ধের ঐ গান
তোমাদের হাত নাই
পা নাই
মাথা নাই
দুলে ওঠা মন নাই
হাসি নাই
খুশি নাই
এতো ভয় ভয় নিয়ে কেউ বাঁচে?
আজ রাতে আমি বাড়ি যাবো তাই
যাবোই
কাল সকালে ফিরবো ঘরে
আমার ঘরে
তারপর গ্রামে যাবো
লুংগি পরবো
খালি পায়ে পায়ে হাঁটবো সুখের দূর
মানবো না তোমাদের বাঁশি
আমি আসি
সেইই৷ ক্রেজি ম্যান৷ গুড ওয়ার্ক বিন্দু৷
উত্তরমুছুনওয়াও। ওয়াট আ টেস্ট? থ্যাঙ্কু থ্যাঙ্কু
উত্তরমুছুন'প্রকাশভঙ্গি বদলে এসো'র মধ্যে একটা টানা সুর পাইতেছি। একঘেঁয়ে কিন্তু স্বাদের। চমক নাই অথচ চমকে যাই এমন। নিরন্তর ভালোবাসা কবিকে।
উত্তরমুছুন"আমাদের এই অবসন্নতায় সকল ভূত আমাদের ধরে ফ্যালে"
ভালোবাসি।
উত্তরমুছুন