সংস্কৃতির হালখাতা ১৪২৬
বক্তৃতা, কবিতাপাঠ ও বর্ষবরণ
বক্তৃতা, কবিতাপাঠ ও বর্ষবরণ
বক্তৃতার বিষয়ঃ আখতারুজ্জামান ইলিয়াসের সংস্কৃতিচিন্তা
প্রধান বক্তাঃ ছাদেকুল ইসলাম, উপন্যাসিক।
বিশেষ বক্তাঃ আহমেদ মওদুদ, কবি ও একটিভিস্ট।
বিশেষ বক্তাঃ সাম্য রাইয়ান, সম্পাদক— বিন্দু।
বিশেষ বক্তাঃ লিপি দেবগুপ্তা, সমন্বয়ক, বিজ্ঞানচেতনা পরিষদ, রংপুর।
(উপস্থিত ব্যক্তিগণ এ বিষয়ে আলোচনা করতে পারবেন।)
উপস্থিত কবিগণ কবিতাপাঠ করবেন। কবিতা নিয়ে কথা বলবেন।
হালখাতায় আসবেন আর মিষ্টিমুখ করবেন না তা তো হয় না! তাই থাকবে কদমা/বাতাশা/জিলাপি/মিষ্টির ব্যবস্থা।
সভা সঞ্চালকঃ আদিল ফকির
সভা সমন্বয়কঃ দীপক রায়, প্রকাশক ও সংস্কৃতিকর্মী।
আয়োজকঃ বিন্দু, মনদুয়ার।
- পহেলা বৈশাখ ১৪২৬
- সন্ধ্যা ৬টা। বইবাড়ি (টাউন হলের পাশে), রংপুর।
- সকলের জন্য উন্মুক্ত।
বা! ভালোতো! অবশ্যই যাবো৷
উত্তরমুছুনDarun ayojon. Ami chai bindu amon ayojon niyomito koruk. Bangladesher protiti jelae bindu emon ayojon koruk.
উত্তরমুছুনOnusthaner sofolota kamona kori.
ভাল খবর
উত্তরমুছুন