বাজার
চোখ বেচে কাজল কিনলাম
মুখ বেচে খাবার
পা বেচে রাস্তা কিনলাম
পথ খুঁজছি যাবার।
হাতটি বেচে কাকন কিনলাম
মাথা বেচে টুপি
শরীর বেচে পোশাক কিনলাম
তেল বেচে কুপি।
বৃষ্টি বেচে ছাতা কিনলাম
নদী বেচে জল
ঘুম বেচে বালিশ কিনলাম
জাগ্রত অঞ্চল।
শালুক বেচে তালুক কিনলাম
তালুক বেচে পাহাড়
পাহাড় বেচে নগর কিনলাম
ডাগর চুলের বাহার।
আমি বেচে তুমি কিনলাম
তুমি বেচে আম
বাজারের মূল্য কিনলাম
দুজন সর্বনাম।
প্রশ্ন
আচ্ছা গাছেরা কি দাড়িয়ে ঘুমায়? / গরমে সুইচ টিপে দেয় পাখার, / কিংবা জবু থুবু শীতে কাঁথা টেনে দেয় গায়ে। / আমি অবশ্য অন্য কথা ভাবছি - / গাছের নিচের লোকটার কথা / সে ও কি দাড়িয়ে ঘুমায়? /গরমে সুইচ টিপে দেয় ফ্যানের, / কিংবা শীতে লেপ মুড়ি। /
শাদা কথা
ডায়নোসার নেই /
মানুষ আছে... /
হৃদয় আছে, /
ভালোবাসা আছে /
ভালো লাগা আছে /
প্রেম আছে /
আছে দুঃখ /
আছে সুখ /
সবুজ আছে /
লাল আছে /
লঙ্কার ঝাল আছে /
ডায়নোসার নেই /
ডায়নোসার রা থাকেনা।
পুতুল
কথা নাই কাঠের পুতুল নতজানু মাঠের মুকুল। ফুটবে কি ফুটবে না বুলি।
ছুটবে গান। মেশিনের গুলি।
স্বরাজ
রাজায় রাজ্য গড়ে / রাজায় রাজ্যে চড়ে / রাজায় রাজ করে / রাজায় রাজায় লড়ে / রাজা রাজ্য পড়ে / রাজায় প্রজা ডরে / রাজা রাজ্যে মরে।
চমৎকার
উত্তরমুছুনভালো লাগলো। বিন্দু'র সফলতা কামনা করি।
উত্তরমুছুনদারুণ একটি বোধ চেতনায় নাড়া দিয়ে গেল। ধন্যবাদ কবি।
উত্তরমুছুনচোখ বেচে কাজল কিনলাম
উত্তরমুছুনমুখ বেচে খাবার
পা বেচে রাস্তা কিনলাম
পথ খুঁজছি যাবার।---- দারুন,,,!!!!
wow
উত্তরমুছুনপুতুল আর বাজার কবিতা দুইটা বেশি ভাল লাগলো৷
উত্তরমুছুনপ্রথমটা দুর্দান্ত।
উত্তরমুছুন♥
জানিনা কেনো জানি ভালো লাগলো না ,হয়ত আমার সমস্যা ।বিন্দুকে অভিনন্দন
উত্তরমুছুন'বাজার' কবিতাটা ইন্টারেস্টিং। এই কবিতায় যে কথার কাজ তা সাবলীল এবং সাদা রকম ইন্টারেস্টিং। মানে রিয়েলিটির বাইরে থেকে অন্যরকম রিয়েলিটি। তা এইটারে সুররিয়ালই বলা হোক আর যাই হোক। যদিও সুররিয়ালিজম নতুন কিছু না। তবু কবিতায় তা সাবলীল অভিনব। আর বাদ বাকীগুলারে গার্বেজ মতন লাগে। মানে কবি যদি ইচ্ছা করেন, তাইলে অন্য কবিতাগুলারে বাদ দিয়াই কাজ চালাইতে পারতেন। মানে অন্য কবিতাগুলায় না পাইলাম টাচি কোনো ইমেজারি বা চিত্রকল্প, না পাইলাম হৃদয়াবেগের কথা। মানে নাই কাতরতা আবার নাই কোনো থমকে দেয়া স্পষ্টত শক্তিশালী স্বরের ভঙ্গিমা। যাক ,আরো কাজ করার দিকে যাওয়া হোক এই শুভ কামনায় কবি এবং বিন্দু'কে ভালোবাসা।
উত্তরমুছুনওত্তেরি‼ :)
উত্তরমুছুনবাজার তো দূর্দান্ত লাগলো৷
উত্তরমুছুনLove…
উত্তরমুছুনচমৎকার তো!
উত্তরমুছুনসুন্দর!
উত্তরমুছুনবাহ্! অন্যরকম৷
উত্তরমুছুনসময়ের কবিতা,জীবনের কবিতা... অনন্য
উত্তরমুছুনঅসাধারন৷
উত্তরমুছুনদারুণ!
উত্তরমুছুনভালো লাগল। কবিকে অভিনন্দন
উত্তরমুছুনসুন্দর। এটা যথেষ্ঠ লিরিক্যালও বটে! সুর দিলে ভালো গান হবে।
উত্তরমুছুনকবিকে প্রণিপাত৷
উত্তরমুছুনমুগ্ধ
উত্তরমুছুনবাহ্
উত্তরমুছুনদারুণ!
উত্তরমুছুনভাবনার বাজার ৷৷
উত্তরমুছুন