আমার বিতৃষ্ণার পথ ছুঁয়ে
কৃষ্ণাঙ্গ কুমারী—
সহোদর অভিমান আর কতক ভালবাসা নিয়ে
আমার
তোমার!
প্রতিবার!
যতবার!
ওই রোদের পথে হেঁটে চলে— ঠিক
ততবার মনে পরে—
তুমি তো কখনোই আমার ছিলে না!!
কিছু না — আর কিচ্ছুই না
উচ্চ মাধ্যমিক একগ্লাস বাতাস
আমাদের একান্ত রাষ্ট্রদূতকেও আহার করে।
কবিতার পংক্তিমালা হারিয়ে গ্যাছে—
পতিতালয়ে প্রেমিক ফুরিয়ে গ্যাছে—
পাহাড়ে লীলাবতীরা আর আত্মহত্যা করে না—
আমার প্রেমের চিঠিগুলো মরিয়া হয়ে গ্যাছে—
এছাড়া আর কিচ্ছু না—
প্রতিদিন হাঁটি—ঘুমাই—উঠি—জাগি
আর
স্বপ্ন দেখি
কবিতা লিখি
হঠাৎ দ্যাখা রমণীদের নিয়ে
একটু গোপনে ভালবাসি
এছাড়া আর কিচ্ছু না—
আমার উঠানে ইদানীং রোদ আসে না—
পাখি আসে না—
শেয়ালের ডাক সন্ধ্যায় বাড়ি অব্দি শুনি না—
ঝিঁঝিঁ পোকারা প্রায় ঘুমিয়ে থাকে—
পাশের বাড়ীর নবিজন খালা কেনজানি ঝগড়া করে না—
দিদিমার বাথের ব্যাথাটা আজকাল বেড়েছে—
এইতো দিনকাল এরকমই চলছে—
এছাড়া আর কিচ্ছুই না—
শুনেছি প্রতিদিন নাকি পোশাক পরিবর্তন করতে হয়
নইলে মন উদার হয় না—
আমার মা — অনেকদিন নতুন শাড়ী পরে নাই
অথচ
এখনও আমাকে শুধু দিয়েই চলেছে!
এখন আমি রঙিন শহরে থাকি—
রঙিন পোশাকে প্রায়ই ঢং করি—
মা বোধহয় সবকিছুই জানে।
আমি তো নষ্ট হয়ে গ্যাছি
অনেকটা জানোয়ার সত্ত্বা লালন করি—
নিজে পুড়ি—
আরও অনেকজনকে পোড়াই।
আমার কোন দাবি নেই—
আসলে আমার কোন দাবি থাকতে নেই—
কারণ
আসলে আমার কিছুই নেই!
........................................................................
তারুন্যই যদি ইহুদি রাষ্ট্রটির মতো চরম ফ্রাষ্ট্রেশনের আতঙ্কে নিমজ্জিত হয়ে কাকের সজল অক্ষিগোলকে সান্তণা পাবার প্রত্যাশা র ভেতরেই আত্মহনন করে চলে নিরন্তর তাহলে কি-- Ôআসলে আমার কিছুই নেই! Õ হয়ে যায় না তারুন্য??
উত্তরমুছুনশুভ্র সরখেলের লেখাটি অসাধারণ সুন্দর হয়েছে। কিন্তু "Mohhommad Razzak Sardar" আপনি বলেছেন 'ইহুদি রাষ্ট্রটির মতো চরম ফ্রাষ্ট্রেশনের আতঙ্কে নিমজ্জিত'- এ ধরণের সাম্প্রদায়িক বিদ্বেষপূর্ণ মন্তব্য করার কারণ কি তা জানালে স্বস্তি পেতাম। সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি- সাম্প্রদায়িক বিদ্বেষভাবাপন্ন ব্যক্তিবর্গকে প্রশ্রয় না দেয়ার জন্য।
মুছুনঅশান্তির সন্ধ্যাটা হুট করে শান্ত শান্ত লাগছে। কবি, ভালোবাসা জানবেন
উত্তরমুছুনভালো লাগছে।
উত্তরমুছুনসুন্দর একটি কবিতা পড়ার পর মন্তব্যপাতা রুচিটা নষ্ট করে দিল। ইহুদির আবিষ্কার ব্যবহার করে ইহুদীবিদ্বেষ লালন এটা বোধহয় এই বাংলাদেশেই সম্ভব। নির্লজ্জ বাঙালি বোধহয় এরাই।
উত্তরমুছুনসুন্দর কবিতা হয়েছে শুভ্র৷ চালিয়ে যাও৷ কিন্তু এই রাজ্জাক সরদার লোকটি কে? পরনিন্দার বিষ বুকে নিয়ে তিনি সাহিত্য পত্রিকায় কী করছেন? নোংরামি ছড়ানোর আর জায়গা পেলেন না?
উত্তরমুছুন