দাঁড়াও হে লাল
দাঁড়াও হে লাল/ এখানে দাঁড়াতে হয়/ এখানে হয়ত কিছু রয়ে গেছে/
নিবিড় বন্ধনে/
হৃদয়পুর থেকে মেহেরপুর/ যেতে যেতে দেখা/
সবুজের মাঝে/ লালের মাধুরী/ ধীরে ধীরে উঠে আসে/
সূর্য্যের স্বাক্ষরে/
সবুজের মাঝে মিশে মিশে/ লাল/ কতটুকু লাল থাকে/ জানে চিত্রলেখা/
দাঁড়াও হে লাল/
এখানে দাঁড়াতে হয়/ নিবিড় বন্ধনে/ দাঁড়াও চে/ একটু দাঁড়াও/ দাঁড়াও না ভাই/...
অধরা আনন্দ
কিছু একটা হারিয়ে ফেলা পুরোনো অভ্যেস, জীবনবিতানে
এযাবৎ কত কী যে হারালাম!
কী ফেলে যাচ্ছি... কী ফেলে যাচ্ছি… ভেবে ভেবে
অনেক পথের পরে
বামবুকে
হাত দিয়ে বুঝলাম, হৃদয়টা নেই!
হারালাম পৃথিবীর নীড়ে। ভাবলাম : যাক, আর বেদনা পাব না!...
সময়সমরে,
সঙ্কটে, মন ও মননমুখে
মিতালিতে
যখন পড়লো মনে হৃদয়ের কথা,
পেলাম তখন, ভোরের মেইল— মদনসখার অভিসারে ফেলে গেছ হৃদয়টা।
এসো একদিন,
নিয়ে যেতে অধরা আনন্দ, অধরা পৃথিবী!...
(প্রতি)বেদন
তুমি/
তোমার হৃদয়ে/
করো হনন আমাকে/
প্রতিদিন/ তোমার হৃদয়বর্তী পথে/
হেঁটে অবারিত/
দেখো আমাকেই/
হাসি/
তাকিয়ে তোমার দিকে/
দুহাতে আমার/
কোমল প্রতিবেদন/ দেয়াল ভাঙার/...
শিল্প, প্রতিশিল্প
দেয়ালের ক্যানভাসে তুলির ভাষায় আঁকা রঙের চিত্রণ— শিল্প!
দেয়ালের ক্যানভাসে ছোড়া কাদার চিত্রল কথকতা— প্রতিশিল্প!
ভদ্রতার কাদামাখা লোকটাকে দেখে, কে কাকে ছুড়ছ কাদা?
দেয়ালের ক্যানভাসে, রঙ ও তুলির চিত্রিত সময়ে ছুঁড়ে মারলাম,
কাদার চিত্রল কথকতা,...
মেয়েটি, ছেলেটিকে ছুঁড়ে মারল, একমুঠো ভোরের শিউলি,...
টোকা
একটি নিপুন টোকা,
আমূল বদলে দিতে পারে সবকিছু !...
টোকা। মেরেছে কে? বোকা, হয়েছে অবাক!
টংকারে কাঁপা জড়তা বাগানে
ঝঙ্কারে
একটু পরেই ফুটল মুকুল—
প্রাণের সৌরভে মাতোয়ারা, বোকা! ভাবছে না, টোকা, মেরেছে কে?
দেখে,
আবডালে থাকা টোকা, বললো নীরবে,
কেমন লেগেছে? একটি ফুলেল টোকা।
আরো দেবো নাকি? ...
বলুন,
কী 'ভাবে' তুমি করে বলি!
..........................................
তুমি না, আপনি—
কিছুটা আড়াল থাকা ভালো!
স্রষ্টা ও সৃষ্টির
কিংবা বর্ষা ও বেলীর মাঝে, সৃজন আড়ালে,
দূরে থাকা,
কাছে আসার কাঙ্ক্ষা,
চোরাসুখ, হারাতে কে চায়? অন্তত আমি না!
যারা
তুমিময় হতে চায়, হোক!...
আমি তো জীবন,
নৈকট্যের পানে ছোটা, উপনীত না, সুতরাং তুমি না, আপনি!
আপনাতে,
দেখুন, আপন আছে!
তাই আপনার পানে ছোটা,
বর্ষা ও বেলীর নৈকট্যসাধনে, কিংবা স্রষ্টা ও সৃষ্টির!
একবার আপনাকে চেনা,
কবিতাভ্রমণে দেখা (দূরের পিপাসা) নদীটিরে বলি,
উপরি আলোকে,
বলুন,
কী 'ভাবে' তুমি করে বলি!
কলকেকাহন
অধিক নেশায়,
মাতাল হয়েছ কি না, এটুকু বোঝার লাগি, বীজগণিতের সূত্র পড়ো—
a²+2ab+b²
ভাবো,
ভুলের ভূগোলে আছে নেশার মজমা!...
ইদানীং গাঁজা খাই না, গাঁজা খেলে চোর চোর লাগে,
গাঁজা খায় রাজা,
রাজার ছাতার নিচে বেঁচে আছি, জানি না যদিও, রাজ-নীতি, যাপিত জীবন, মর্ম,
রাজা, যার মর্মে বলে, গাঁজা খায় সাধু!
আর
পড়ে সূত্র— a²-2ab+b²
ক্ষমতাঠাকুর জানে, কল্কের সুখটান, মজেছে কোথায়?
মর্মের গভীরে গিয়ে বলা যায় :
সাধু! সাধু!!...
ইদানীং গাঁজা খাই না, গাঁজা খেলে চোর চোর লাগে! অথচ আমিই
চুরি হয়ে গেছি সেই কবে, মল্লিকার বনে!
........................................................................
আরও পড়ুন:
ভালবাসা কবিকে৷
উত্তরমুছুনএই কবিতাটা আপনার কল্যাণে এতবার শুনেছি যে মূখস্থ হয়ে গ্যাছে সাম্য দা৷
উত্তরমুছুনটিটোদার বইটা বেশ ভালো "ফুলেরা পোশাক পরে না"৷
মুছুনসোয়েব ভাই না পড়লে পড়ার অনুরোধ করছি।
ভালবাসা কবিকে৷
উত্তরমুছুনআমি ওনার বইটা কিনছি।পড়ছি আর ভাল লাগায় মুগ্ধ হচ্ছি।ভালবাসা আর শ্রদ্ধা জানাই৷
উত্তরমুছুনসৌভাগ্য হলো পড়বার৷
উত্তরমুছুন
উত্তরমুছুনবেশ চমৎকার
টিটো দা, অসাধারণ৷
উত্তরমুছুনলাল নিয়ে কৌতুকাবহ একটা সঙ্গটনশীল কথা আছে,
উত্তরমুছুনসে অনেক আগের কথা চার পাঁচ বছর অন্তত হবেই।
টিটো দা, একটা পোস্টে মন্তব্য করেছিলাম,আলোচনাটা মনে নেই।
তখন আমার লাল টি-শার্ট পরিধান করা ছবি ছিলো।সেখানে কবি আমার নাম ম্যানশন না কইরা নির্দেশ করে বলেছিলো- দাঁড়াও হে লাল।
তারপর থেকে
এখন অব্ধি বসতে পারিনি। :-)
পুরোন কবিতা নতুন করে পড়ার মাঝে কিংবা কিছুদিন গ্যাব রেখে আবার পড়লে সেটা সাম্প্রতিক লাগে।বা,দেখার পরে সারপ্রাইজ মনে হয়।
সাম্য দা, ভালোবাসা যত্ন নিয়ে এতো সুন্দর কাজগুলোকে সংরক্ষণ করার জন্য।