এটি একটি প্রেমের কবিতা হতে পারতো
টাইটানিক প্রত্যয় ছিলো আমার উপর তোমার,
সত্যের সামনে দাঁড় করাতেই তুমি ভেঙে পড়লে টুইন টাওয়ারের মতো;
মিগ টোয়েন্টি নাইনে মন ছুটতো তোমার পাড়ায়,
ভেঙে দিলে পাড়াটা বেবিলনের শূন্যদ্যানের মতো।
কৃত্রিম উপগ্রহে ধরা পড়েনি আমাকে দেয়া তোমার প্রথম চুমু,
তোমার ভালোবাসা পাওয়া পাঞ্জাবিটা ব্রিটিশ মিউজিয়ামে স্থান করে নিয়েছে;
রোমিও-জুলিয়েট লাইলি-মজনু খুনি শাহজাহানের মতো তোমাকেও জানবে,
ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট মেঘবালিকা ডট কম -এ ঠিকানায়।
নির্মলা খুনের চিত্রনাট্য
শহরের প্রয়োজন একটি খুনে আত্মা, নির্মলা খুনে আত্মা...
রচবে, সব দুধর্ষ হত্যাকাণ্ডের চিত্রনাট্য
একটা একটা করে, দশটা... তারপর দশটা... তারপর দশটা...
জ্বী হ্যাঁ... ভাইবোনবন্ধুরা- ওখানে ঝড়বে; কলংকের দাগ
শ্লীলতাহানি হবে এক পুস্তকের স্বপ্নভূক আত্মীয়ের;
দাঁড় করিয়ে রাখা হবে সেই সব নারীদের, মাঝ চৈত্রের রাতে
যার হাঁটুর উপরে যুদ্ধক্ষেত্র তৈরি করে ওরা শুধুই হেসেছে
বিনা কারণে; ভিজিয়েছে যে মাটি সেই রক্তও থাকবে,
থাকবে মাটি, অকারণে শীত রাতে স্নান করতে হয়েছে বলে
থাকবে দেয়াল, থাকবে পাতা, থাকবে পালক, পশু-পাখি-বন
তবে, এতো এতো উপস্থিতির পরও শহরের প্রয়োজন
মাত্র একটি খুনে আত্মা, নির্মলা হত্যাকাণ্ডের চিত্রনাট্য।
যথা সময় পৌঁছব...
তোমাদের আহ্বানের প্রথম ধ্বনির অপেক্ষায় থাকলো সকলে
শুভ সূচনা করা হবে একমুখী শ্লোগানে মুখরিত রাজপথ থেকে
ওহে আস্তিক, সাবধান...
নাস্তিকের (প্রকৃত) পিছুটানের বড়ই অভাব...
খোয়াবজাত বসন্ত
পভেল.../ পৃথিবী কাঁপানো হাতুরীতে/
প্রবীণ রাতের আবছা আলোয়/ মায়ের কোষাগার থেকে/
একটুকু সুতার জন্য/ একগুচ্ছ সূঁচের জন্য/
উচু নিচু জুমের জন্য/ একমুঠো কার্তিকের জন্য/
একটি কুঁড়ির জন্য/ দু’টি পাতার জন্য/
কারখানার কয়লার জন্য/ কালো শরীরগুলোর জন্য/
দু’বিন্দু ঘামের জন্য/ চাতক পাখির জন্য/
পলাশ ফুলের জন্য/ ঘাটের মাঝির জন্য/
এক টুকরো সূর্য প্রার্থনা করেছিলাম...
যেনবা আমার পরিবার সোনালী পটভূমিকায় সোঁদা মাটি ভালোবাসে।
মন্তব্য