১৪ ডিসেম্বর ১৯৭১, পাকবাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার-আলবদররা অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করে দেশের শ্রেষ্ঠসন্তান বুদ্ধিজীবীদের; তাদের স্মরণে প্রতিবছর এই দিনকে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে পালন করা হয়। বাঙলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এইদিনকে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ ঘোষণা করেন। এই ঘটনার ৪০ বছর পার হয়ে গেলেও আজ পর্যন্ত এই হত্যাকাণ্ডের প্রকৃতি, পরিধি, রহস্য ও অপরাধীদের চিহ্নিতকল্পে কোনো সরকারি তদন্ত হয়নি। ১৮ ডিসেম্বর ১৯৭১ (মতান্তরে ২৯ ডিসেম্বর) তারিখে বেসরকারিভাবে গঠিত ‘বুদ্ধিজীবী নিধন তদন্ত কমিশন’-এর রিপোর্টও আলোর মুখ দেখেনি। উল্লেখ্য, কমিশনের আহ্বায়ক চলচ্চিত্রকার জহির রায়হান নিখোঁজ হন ৩০ জানুয়ারি ১৯৭২ সলে। আমরা অবিলম্বে এই বিষয়ে সরকারিভাবে তদন্ত কমিশন গঠন ও অভিযুক্তদের চিহ্নিত করে সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি।
বিন্দুবুলেটিন
১৪ ডিসেম্বর
শহীদ বুদ্ধিজীবী দিবস ২০১১ উপলক্ষে প্রকাশিত
প্রধান সম্পাদক: রাশেদুন্নবী সবুজ। সম্পাদক: মোকলেছুর রহমান। ব্যবস্থাপনা সম্পাদক: রাব্বি এলাহী। যোগাযোগ:
নান্দনিক, জেলা পরিষদ সুপার মার্কেট, কুড়িগ্রাম। ফোন: ০১৭৮৩১১৬২৬০। মুদ্রণ ও সার্বিক তত্ত্বাবধানে: বাঙ্ময়
প্রকাশনা। বিন্দুবুলেটিন। মূল্য: অমূল্য।